রচনাঃ মুস্তাক আহমদ (সত্যের পথে পত্রিকা)
বর্তমানে সব থেকে বড় প্রশ্ন মানুষের সম্মুখে উপস্থাপিত হয়েছে তাহলঃ কারা ইমাম মাহদী (আঃ)-এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ??
এই প্রশ্নটি খুবই সহজ ও এই প্রশ্নের জবাবও খুব সহজ ৷
প্রথমেই অবগত হতে হবে ইমাম মাহদী (আঃ) আলাদা কোন ব্যক্তিত্ব নন ৷ তিনি ব্যক্তি হিসাবে আলাদা হলেও তাঁর আনিত মিশন ও লক্ষ্য উদ্দেশ্য সেই ১৫০০ বছরের পুরানো মিশন, ......যেটি নবীপাক (সঃ) রেখে গেছেন৷
এখন দেখতে হবে নবীপাকের বিরুদ্ধে কারা রুখে দাঁড়িয়ে ছিলেন ??
নবীপাকের মিশনের বিরুদ্ধে কারা রুখে দাঁড়িয়ে ছিলেন ??
যখন নবীপাক তাঁর মিশনকে লিখিত করতে গেলেন, তখন কারা নবীপাক'কে "পাগল" বলে আখ্যা দিলো ??
আসলে নবীর বিরুদ্ধে নিজেদের ক্ষমতা দখলের অভিলাষ হলো নবীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূল উদ্দেশ্য ৷
পরবর্তীকালেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ....
নবীপাকের দ্বীনের মূল ভীত হিসাবে যাঁদের তিনি রেখে গেছেন, সেই আহলে বাইতের বিরুদ্ধে কারা রুখে দাঁড়িয়ে ছিলো ??
তারা আর কেউ নয়, তারা হলঃ অবৈধ ক্ষমতা দখলকারী বাতিল মিশন চালানো ক্ষমতায় বসা ব্যক্তিরা ৷
ইমাম মাহদী (আঃ) তো সেই পূর্বের ১৩-জন মাসুনীনের আলোকছটা মাত্র ৷
.... ঐ ১৩-জন মহান ব্যক্তিত্বের বিরুদ্ধে যাবার রুখে দাঁড়িয়েছে তারা সকলেই অবৈধ ক্ষমতায় বসা জালেম ছিলো, তারা সকলেই গদিতে বসা ৷ তারা সকলেই হযরত আলী আঃএর বেলায়তের শত্রু ও অবৈধ ক্ষমতাধারী, আর তাদের তৈরী নকলীধর্মধারীর ক্ষমতাধারীরাই ইমাম মাহদী আঃএর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ৷
যদি কেউ প্রশ্ন করে কারা ইমাম মাহদী (আঃ)-এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ??
তাহলে পাল্টা জবাব দিয়ে নয়, বরং পাল্টা প্রশ্ন তুলতে হবেঃ ইমাম মাহদী আঃএর পূর্বে ১৩-জন মাসুমীনের বিরুদ্ধে কারা রুখে দাড়িয়ে ছিলো ?
আরো দেখতে হবে ... নবীপাক, মওলা আলী, ইমাম হাসান বা ইমাম হুসাইন বা ইমাম জাফর সাদিক আঃএর বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়ে ছিলো তারা অবশ্যই অবশ্যই তৎকালীন ইহুদীদের সাথে হাত মিলিয়ে মাসুমীনদের বিরুদ্ধাচারণ করতো ৷
আজও দেখুন ... কারা ক্ষমতা ও ব্যবসার জন্য ইহুদীদের সাথে হাত মিলিয়ে রেখেছে ??
এ তো দিনের আলোর মত পরিস্কার ৷
আর তাহলো অবৈধ ক্ষমতাধররাই ইমাম মাহদী আঃএর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তারা হলো "বেলায়ত-এ-আলী" অস্বীকারকারী ৷
যারা জালেম ইহুদীদের সাথে হাত মিলাই তারা কি জালেম ??
আর জালেমকে জালেম বলতে যাদের জিবে আটকায় তারাও জালেম ৷
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।